যৌথভাবে স্যাটেলাইট নির্মাণ করবে ইরান ও রাশিয়ার বিশ্ববিদ্যালয়

ইরান
সাইয়্যেদ মোহাম্মাদ মুকিমি  © পার্স টুডে

গত বৃহস্পতিবার ও শুক্রবার মস্কো বিশ্ববিদ্যালয়ে ইরান ও রাশিয়ার বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রধানদের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রধান সাইয়্যেদ মোহাম্মাদ মুকিমিও অংশগ্রহণ করেছেন। সেখানে তিনি বলেছেন, বিজ্ঞান ও গবেষণার কাজে ব্যবহারের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট নির্মাণ করা হবে।

স্যাটেলাইট নির্মাণ প্রকল্পে ইরানের তেহরান বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার মস্কো বিশ্ববিদ্যালয় অংশ নেবে।

রাশিয়া ও ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানদের মধ্যে বৈঠকের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 'আমাদের মধ্যে যে সমঝোতা হয়েছে তার ভিত্তিতে মস্কো বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যারোস্পেস তেহরান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করে বিজ্ঞান-গবেষণা বিষয়ক স্যাটেলাইট নির্মাণ করবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে।'

তিনি আরও বলেন, মস্কো বিশ্ববিদ্যালয় ও তেহরান বিশ্ববিদ্যালয় যাতে প্রয়োজনে পরস্পরের সহযোগিতা নিতে পারে এবং ছাত্র ও শিক্ষক পাঠাতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে।


মন্তব্য