ইসরাইলের পতাকা খুলে ফেলে দিল কাক, ভিডিও ভাইরাল

কাক
পতাকাটি ফিলিস্তিনে ইসরাইলের অধিকৃত একটি ভবনের ছাদে টাঙানো ছিল  © পার্স টুডে

দখলদার ইহুদিবাদী ইসরাইলের পতাকা ঠোকরাতে ঠোকরাতে খুলে ফেলে দিচ্ছে কাক- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। এটি শেয়ার করে অনেক ফিলিস্তিনি বলছেন, ইসরাইলের ধ্বংসযজ্ঞ ও দখলদারিত্ব মেনে নিচ্ছে না অবুঝ কাকও।

পতাকাটি ফিলিস্তিনে ইসরাইলের অধিকৃত একটি ভবনের ছাদে টাঙানো ছিল বলে আরব নিউজের খবরে বলা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি লৌহদণ্ডের মাথায় টাঙানো রয়েছে ইসরাইলি পতাকা। এ সময় সেখানে একটি কাক উড়ে এসে বসে। বসেই পতাকা ঠোকরাতে ও টানতে থাকে। এভাবে একের পর এক চেষ্টায় শেষ পর্যন্ত সফল হয় কাকটি। লৌহদণ্ড থেকে ইসরাইলের পতাকাটি খুলে নিচে ফেলে দেয় সে।

পতাকা খুলে ফেলার পরও চলে যায়নি কাকটি। বরং বীরদর্পে লৌহদণ্ডের ওপর বসে থাকতে দেখা যায় তাকে।

অভাবনীয় এ ঘটনাটি দেখতে কিছু ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন সেখানে। কাকটি তার মিশনে সফল হওয়ার পর পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা।

ফিলিস্তিনি সার্জন তারিক শাদিদ কাকের কীর্তি দেখে টুইটারে লিখেছেন- 'পাখিটি ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক।'

সূত্র: পার্স টুডে


মন্তব্য