ক্যাম্পাসে অপরাজনীতির চেষ্টা হলে সাধারণ শিক্ষার্থীরা ভবিষ্যতেও প্রতিহত করবে

সাক্ষাৎকার
সাদ্দাম হোসেন  © মোমেন্টস ফটো

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের একটি বক্তব্যকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ পুরো রাজনৈতিক অঙ্গন। গেল দুই সপ্তাহের মধ্যে ক্যাম্পাসে বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ ও বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল।

এ অবস্থায় ছাত্রলীগের করণীয়সহ ছাত্র রাজনীতির নানান বিষয় নিয়ে সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সাথে কথা বলেছেন ‘দ্য বাংলাদেশ মোমেন্টস’ এর ঢাবি প্রতিনিধি খালেদ মাহমুদ-

দ্য বাংলাদেশ মোমেন্টস: ছাত্রলীগ-ছাত্রদল চলমান দ্বন্দ্বকে কীভাবে দেখছেন?
সাদ্দাম হোসেন: করোনা মহামারিজনিত ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য লস-রিকভারি প্ল্যানের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমান নিউ-নরমাল বাস্তবতায় শিক্ষার্থীদের স্বার্থকে সামনে রেখেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু সাম্প্রতিককালে ক্যাম্পাসে আমরা ছাত্রদলের সন্ত্রাসী তান্ডব প্রত্যক্ষ করেছি। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর মতো বিভিন্ন প্রজেক্ট দেশের মানুষকে উপহার দিচ্ছে, বিপরীতে জঙ্গিবাদের মাস্টারমাইন্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলার দণ্ডপ্রাপ্ত আসামী তারেক জিয়ার নির্দেশনায় আজকে ছাত্রদল ছাত্রসমাজকে লাশ উপহার দিতে চাচ্ছে। ক্যাম্পাসকে ব্যবহার করে তারা জাতীয় রাজনীতির ফায়দা লুটতে চাইছে। 

দ্য বাংলাদেশ মোমেন্টস: এ দ্বন্দ্ব কি ভবিষ্যতেও চলমান থাকবে?
সাদ্দাম হোসেন: বিগত কয়েকদিনের ঘটনা ছাত্রদলের একপাক্ষিক সন্ত্রাস। সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছে। আমরা মনে করি, শিক্ষার্থীদের পলিটিকাল ক্যারিয়ার থেকে রাজনৈতিক ক্যারিয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে দূর-দূরান্ত, মফস্বল এরিয়া থেকে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আসবে। এজন্য ভর্তি পরীক্ষার দিন কোনো স্বাভাবিক দিন নয়। শিক্ষার্থীরা-অভিবভাবকরা আসবেন। তাই সকল ছাত্রসংগঠনের কাছে আহবান থাকবে যাতে সকলে দায়িত্বশীল আচরণ করেন। কিন্তু আগামী দিনগুলোতে কেউ যদি ক্যাম্পাসে কোনো ধরনের অপরাজনীতি করার চেষ্টা করে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই তাদের প্রতিহত করবে।

দ্য বাংলাদেশ মোমেন্টস: শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা, আবাসিক সংকট, খাবারের সমস্যা এসব নিয়ে ছাত্রলীগ কি ভাবছে?
সাদ্দাম হোসেন: আমরা চাই যে, ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলায় সহযোগিতাসহ সকল শিক্ষার্থীবান্ধব কর্মকান্ডকে ঘিরেই ছাত্র রাজনীতি আবর্তিত হোক। একাডেমিক কারিকুলাম যাতে সময়োপযোগী, কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়- সেগুলো নিশ্চিত করতে আমরা কাজ করছি। একটি গবেষণানির্ভর বিশ্বমানের বিশ্ববিদ্যালয় পেতে হলে আবাসিক সমস্যাকে কোনোভাবেই পাশ কাটানো যাবে না। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে যে মাস্টারপ্ল্যানটি উপহার দিয়েছেন তার মাধ্যমে আমাদের আবাসিক সংকটসহ আমাদের অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলোও দূর হবে।

দ্য বাংলাদেশ মোমেন্টস: ডাকসু নিয়ে কি ভাবছেন?
সাদ্দাম হোসেন: ডাকসু নির্বাচনের বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান হচ্ছে, এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ডাকসুর মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের যেকোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধসহ নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। ছাত্র সংগঠনগুলোর শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতার সৃষ্টি হয়। সেকারণে আমরা মনে করি ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। 

দ্য বাংলাদেশ মোমেন্টস: ঢাবি ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। ভর্তিচ্ছুদের উদ্দেশ্যে কিছু বলুন-
সাদ্দাম হোসেন: শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ঢাকাসহ বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। দু'চোখে স্বপ্ন নিয়ে দূর-দূরান্ত থেকে সদ্য কলেজ পাস করা তরুণেরা পরীক্ষা দিতে আসবে। অনেক অভিভাবকেরাও আসবেন। ভালোবাসার বরণডালি নিয়ে শিক্ষার্থীদের নির্ভরতার প্রিয় ঠিকানা, কলেজের ফেলে আসা রোদ্দুরে যার মায়াবী স্পর্শ রয়েছে, অভিমানে-অভিযোগে, সংকটে-সংগ্রামে, প্রয়োজনে-বিপ্লবে, লড়াইয়ে-বিনির্মাণে, ঐতিহ্য-প্রযুক্তিতে  সবার প্রিয়তম বাংলাদেশ ছাত্রলীগ সহযোগিতার সার্বিক রুপকল্প নিয়ে সকলের পাশে থাকবে। ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা যেন নিরুপদ্রবে, সবচেয়ে সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, এটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। অভিভাবকেরা তাদের প্রিয় প্রতিষ্ঠানে এসে যেন ভালোবাসার পরশ পায়, এটি বাস্তবায়ন করার কর্তব্য আমাদের।

দ্য বাংলাদেশ মোমেন্টস: আপনাকে ধন্যবাদ। 
সাদ্দাম হোসেন: দ্য বাংলাদেশ মোমেন্টসকেও ধন্যবাদ।


মন্তব্য