বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে সাব-রেজিস্ট্রার হলেন আদনান

ক্যাডার
  © ফাইল ছবি

বিসিএস তথ্য ক্যাডার ছেড়ে নন-ক্যাডারের চাকরিতে যোগ দিয়েছেন আদনান ফেরদৌস। তিনি সহকারী বেতার প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বৃহস্পতিবার (১৩ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা বাংলাদেশ বেতারের গবেষণা ও গ্রহণ কেন্দ্রের সহকারী বেতার প্রকৌশলী আদনান ফেরদৌস ৪১তম বিসিএসের মাধ্যমে নন-ক্যাডার সাবরেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন।

সাবরেজিস্ট্রার পদে যোগদানের জন্য আদনান ফেরদৌসের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ৫ জুন তারিখ অপরাহ্ণে বর্তমান পদ থেকে অব্যাহতি দেয়া হলো।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিএস তথ্য ক্যাডারের এক কর্মকর্তা বলেন, বিসিএসে উত্তীর্ণ হয়ে বেতারে যোগ দিয়ে ১০ বছরেও পদোন্নতি হয় না। পদোন্নতি না হওয়ার কারণে আর্থিক ক্ষতির চেয়েও মর্যাদাসংকটে বেশি ভুগতে হয়। 

এসব কারণে অনেক কর্মকর্তা তথ্য ক্যাডার ছেড়ে দেয়ার কথা ভাবতে বাধ্য হচ্ছেন বলে জানান তিনি। এছাড়া সরকার ক্যাডার বৈষম্য কমানোর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে বলে মনে করেন তথ্য ক্যাডারের এই কর্মকর্তা।


মন্তব্য


সর্বশেষ সংবাদ