ইতিহাস গড়ে প্রথমবারের মত এশিয়া কাপে নেপাল

ক্রিকেট
এশিয়া কাপে নেপাল  © ক্রিকইনফো

আজ সংযুক্ত আরব আমিরাতকে এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) প্রিমিয়ার কাপের ফাইনাল ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে নেপাল ক্রিকেট দল। আমিরাতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে ইতিহাসে প্রথমবার এশিয়া কাপে খেলার  যোগ্যতা অর্জন করল নেপাল। 

গুলশান ঝা এর ৮৪ বলে ৬৭ রানের উপর ভর করে ৭ উইকেটের জয় পেয়েছে নেপাল। এর ফলে এই বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপে খেলবে নেপাল। নেপাল এশিয়া কাপে খেলবে ভারত এবং পাকিস্তানের গ্রুপে। শেষ পর্যন্ত এশিয়া কাপ হবে কিনা সেটা নিয়েও যদিও রয়েছে বিতর্ক। 

প্রিমিয়ার কাপের ফাইনাল ম্যাচে সংযুক্ত আরব আমিরাত প্রথমে ব্যাট করতে নেমে ৩৩.১ ওভার খেলে ১১৭ রানেই অল আউট হয়ে যায়। নেপালের পক্ষে ললিত রাজবংশী ১৪ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ করে। এছাড়া লামিচানে এবং কারান কেসি ২টি করে উইকেত লাভ করেন। আমিরাতের আসিফ খান সরবোচ্চ ৪৬ রান করেন। 

১১৮ রানের টার্গেটে  ব্যাট করতে নেমে ২২ রানের মাথায় ৩ উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় নেপাল। গুলশান ঝা এর অনব্দ্য ৬৭  ভিম শারকির ৩৬ রানে ভর করে ৭ উইকেটে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় নেপাল।

একে অপরের উপর চাপ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বিসিসিআইয়ের নাছোড় মনোভাবের কাছে সম্ভবত মাথা নোয়াতে হবে পিসিবিকে। কেননা ভারতীয় ক্রিকেট বোর্ড এমন এক মোক্ষম চাল দেয়, বাজি হারা ছাড়া উপায় নেই পাক বোর্ডের।

ভারত-পাকিস্তান উভয় দেশের ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থানে অনড় থাকায় এবছর এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই সময়ে পাঁচ দেশের নতুন এক টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে। বিসিসিআইয়ের এমন পরিকল্পনার কথা শোনা মাত্রই পিসিবি সুর নরম করতে চলেছে বলে খবর।


মন্তব্য


সর্বশেষ সংবাদ