দেশে স্মার্টফোন-ল্যাপটপ ও মোটরবাইক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৪:০৪ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৪, ০৪:০৪ PM

গত এক বছরে বাংলাদেশে এসি, ল্যাপটপ ও মোটরসাইকেলের মতো প্রধান সম্পদ ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। পাশাপাশি বেড়েছে ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যাও।
গতকাল রবিবার (২৪ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স- ২০২৩: গুরুত্বপূর্ণ ফলাফল' শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ৭৪.৫০ শতাংশ। ২০২২ সালে যেটি ছিল ৭০.০৩ শতাংশ।
পাশাপাশি ২০২৩ সালে দেশে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেছেন ৪.৬৯ শতাংশ মানুষ, যা ২০২২ সালে ছিল ৪.২৬ শতাংশ।
প্রতিবেদনে উল্লিখিত সম্পদের মধ্যে রেফ্রিজারেটর, এসি এবং মটর বাইক ব্যবহারকারীদের সংখ্যা বেড়েছে। ২০২৩ সালে ৫৩.৪০ শতাংশ মানুষ রেফ্রিজারেটর ব্যবহার করেছেন, যা ২০২২ সালে ছিল ৪৯.৮১ শতাংশ।
এসি ব্যবহারকারীর সংখ্যা ২০২৩ সালে বেড়ে ২.২৮ শতাংশ হয়েছে, যা ২০২২ সালে ছিল ১.৭৪ শতাংশ। মোটর বাইক ব্যবহারকারীর সংখ্যা ২০২২ সাল থেকে ০.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ১১.১১ শতাংশে পৌঁছেছে।
প্রতিবেদনে উল্লেখ করা সম্পদের মধ্যে কমেছে টেলিভিশন ব্যবহারকারীর সংখ্যা। ২০২২ সালে দেশে টেলিভিশন ব্যবহারকারীর সংখ্যা ৫০.৭৩ শতাংশ হলেও ২০২৩ সালে কমে গিয়ে সেটি ৪৯.৪৯ শতাংশে পৌঁছেছে।