দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেই ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ

এমভি আব্দুল্লাহ
  © ফাইল ছবি

অবশেষে দেশের পথে রওনা হচ্ছে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হবে আগামীকাল রবিবার (২৮ এপ্রিল)। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম।

তিনি জানান, আজ শনিবার (২৭ এপ্রিল) দুবাইয়ের আল-হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আবদুল্লাহতে পণ্য লোড করা শেষ হয়েছে। কাল রোববার সকালে জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। 

তিনি আরও জানান, জাহাজে করেই ২৩ নাবিকের সবাই দেশে ফিরবেন।

জাহাজটি দেশে পৌঁছাতে কতদিন লাগতে পারে—সে বিষয়ে জানতে চাইলে মিজানুল ইসলাম বলেন, ‌‘আগামীকাল রওনা হলে মে মাসের মাঝামাঝিতে এমভি আবদুল্লাহ দেশে পৌঁছাতে পারবে।’

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ ও এর ২৩ নাবিককে জিম্মি করা হয়। এর ৩৩ দিন পর ১৩ এপ্রিল জাহাজ ছেড়ে চলে যায় জলদস্যুরা। এরপর কয়লা খালাসের জন্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। 

জাহাজটিতে নিরাপত্তা দেয় ইউরোপীয় ইউনিয়নের দুটি যুদ্ধজাহাজ। অবশেষে এমভি আবদুল্লাহকে সাগরের নিরাপদ এলাকায় রেখে ফিরে যায় পাহারায় থাকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ।


মন্তব্য