গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘিনীর মৃত্যু 

গাজীপুর
  © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গুরুতর অসুস্থ হয়ে পড়া বাঘিনীটি অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। অন্তত দেড় মাস ধরে নানা জটিলতা পার করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো বাঘটি। 

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় বাঘটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে বাঘিনীটি মারা যায়। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি থেকে বাঘিনীটিকে কর্তৃপক্ষ অসুস্থ দেখতে পান। এরপর গত ১৩ ফেব্রুয়ারি থেকে বাঘিনীটি খাবার খাওয়া বন্ধ করে দেয়। পরে সেটি পার্কের বাঘ বেষ্টনীর পাশে খাঁচায় আটকে রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ বলেন, বাঘটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলো। বার্ধক্যজনিত রোগেও ভুগছিল বাঘটি। তবে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গুরুত্বসহকারে চিকিৎসা চলছিলো। নিয়ম অনুযায়ী মৃত বাঘের ময়নাতদন্ত শেষে পার্কের একটি নির্দিষ্ট স্থানে মাটি চাপা দেওয়া হয়েছে বলেও জানান পার্কের ওই প্রকল্প পরিচালক।


মন্তব্য