ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ৩ দিনের বৈসাবি উৎসব শুরু

বৈসাবি
কাপ্তাই হ্রদে ফুল ভাসাচ্ছে তরুণীরা  © সংগৃহীত

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব বৈসাবি। বৈসাবিকে ঘিরে উৎসবের ৩ দিনের মধ্যে আজ প্রথম দিন কাপ্তাই হ্রদের গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈসাবি উৎসব।

সকাল থেকে পাহাড়ী নারীরা বাগান থেকে ফুল সংগ্রহ করে একে একে চলে আসে কাপ্তাই হ্রদে। সৃষ্টিকর্তার আর্শীবাদ প্রার্থনা করে কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশে পানিতে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন।

বৈসাবীর প্রথম দিন রাঙ্গামাটি রাজবাড়ী ঘাট, গর্জনতলীসহ শহরের বিভিন্ন স্থানে এবং রাঙ্গামাটির ১০উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের শুরু করে।

দিনব্যাপী চলে বিভিন্ন আনন্দ আয়োজন। নতুন বছরে সবার প্রত্যাশা ভালো কাটুক আগামী দিনগুলো। এছাড়াও খাগড়াছড়িসহ অন্যান্য পাহাড়ি অঞ্চলেও চলছে এই উৎসবের আমেজ।


মন্তব্য


সর্বশেষ সংবাদ