রুমমেটের প্রশংসা করার দিন আজ

রুমমেটের
  © ফাইল ফটো

মেস বা হল-জীবনে রুমমেটের সঙ্গেই একই ছাদের নিচে কাটাতে হয় অনেকগুলো দিন। স্বাভাবিকভাবেই তাদের চলাফেরা, আচার-আচরণেও থাকে ভিন্নতা। কিন্তু দিনশেষে একে অপরের সহযোগিতায় ঠিকই পাশে দাঁড়ান। তাই তার প্রতি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করা উচিত। আজ আপনার ফ্ল্যাটমেট বা রুমমেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। অর্থাৎ আজ ২৪ মার্চ ফ্ল্যাটমেট বা রুমমেটের প্রশংসা করার দিন। বিষয়টি হাস্যকর হলেও এটাই কিন্তু দারুণ এক সুযোগ!

বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ একে অন্যের সাথে বাসা শেয়ার করে থাকেন। পরিবার থেকে দূরে থাকেন যারা, তারা কয়েকজন একসাথে বাসা শেয়ার করে থাকেন। তবে অদ্ভুত বিষয় হচ্ছে এই বাসাতে থাকার আগে ফ্ল্যাটমেটরা কেউ কাউকে চিনত না। তবে একসাথে থাকার এক পর্যায়ে তারা ভালো বন্ধু, আত্মবিশ্বাসী এবং কখনো কখনো নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ একজন হয়ে ওঠেন।

পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৪ সালে আমেরিকানদের প্রায় ৭ দশমিক ৭ শতাংশ রুমমেটদের সাথে বসবাস করত, যা দিন দিন বেড়েই চলেছে।

প্রতি বছর ২৪ মার্চ পালিত ফ্ল্যাটমেটস ডে পালন করা হয়। ২০১৬ সাল থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে। তবে ঠিক কে বা কারা এই দিবসটি পালন করা শুরু করেছিল সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ