নাশকতার চেষ্টা বা এর পিছনে রাজনৈতিক কোন উদ্দেশ্য থাকলে তা শিগগির বেরিয়ে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  © সংগৃৃহীত

হঠাৎ করে এত অগ্নিকাণ্ড কেন হচ্ছে তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নাশকতার চেষ্টা বা এর পিছনে রাজনৈতিক কোন উদ্দেশ্য থাকলে তা শিগগির বেরিয়ে আসবে।

আজ সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবাজারে আগুনের দিন ফায়ার সার্ভিস অফিসে হামলার ঘটনায় জড়িতরা একটি রাজনৈতিক দলের কর্মী। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরিচয় জানানো হবে।

আসাদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা ৩ টি তদন্ত কমিটি কাজ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি রাজনৈতিক দলের কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। ৫৮টি মার্কেটকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ