মা-কে নিয়ে হজে যাচ্ছেন বাবর আজম

বাবর
  © ফাইল ছবি

খেলাধুলাতেই ব্যস্ত সময় কাটে বাবর আজমের। যে কারণে পরিবারকে তেমন একটা সময় দিতে পারেন না বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। তবে এবার সব ব্যস্ততার মাঝেও নিজের মায়ের জন্য সময় বের করেছেন পাকিস্তান অধিনায়ক।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মমতাময়ী ও রত্নাগর্ভা মাকে নিয়ে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন বাবর আজম। শুধু বাবরই নন, পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটারই যাচ্ছেন এবার হজ পালনে।

তাদের মধ্যে রয়েছেন ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ ও ফখর জামান। গেল রমজান মাসেও উমরা পালন করতে গিয়েছিলেন বাবর আজম, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

আপাতত পাকিস্তানের খেলার ব্যস্ততা না থাকায় এ সুযোগটাই ধর্মীয় কাজে লাগাচ্ছেন বাবর-রিজওয়ানরা। যা তাদের সমর্থকদের মন ছুঁয়ে গেছে। দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকও স্ত্রীর সঙ্গে হজ পালন করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: কোয়ার্টারে ব্রাজিল, বিদায় আর্জেন্টিনার

এদিকে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলে বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগে ভর্তি হয়ে ইতিহাস গড়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

আগামী ৩ জুন পর্যন্ত ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসে ক্লাস করার কথা রয়েছে তাদের। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন তারা।

এ বছর পাকিস্তান থেকে ১ লাখ ৭৯ হাজার ২১০ জন হজ পালনে যাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুল শাকুর। গত ২১ মে হজের জন্য প্রথম ফ্লাইটগুলো করাচি থেকে এবং লাহোর থেকে ৬০২ জন যাত্রী নিয়ে ছেড়েছিল।


মন্তব্য