জোড়া গোলে রাজকীয় অভিষেক হ্যালান্ডের

ফুটবল
অভিষেক ম্যাচে জোড়া গোল করেছেন হ্যালান্ড  © ফাইল ফটো

অভিষেকে আলো ছড়িয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা প্রতিভা আর্লিং হ্যালান্ড। রাজকীয় শুরুই হয়েছে নরওয়েজিয়ান স্ট্রাইকারের। সিটির হয়ে লিগ অভিষেকেই জোড়া গোল করেছেন, ওয়েস্ট হামের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচটাও সিটি জিতেছে ২-০ ব্যবধানেই।

গার্দিওলা সিটির দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন পজিশনে একের পর এক তারকা কিনে বাজিয়ে দেখেছেন। সবকিছু ঠিকঠাক থাকলেও সিটির একজন সুঠাম দেহী স্ট্রাইকারের অভাব ছিল। যে কারণে এক মৌসুম আগেও, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ব্রুইনে মাঠ ছেড়ে উঠে গেলে হারতে হয়েছিল চেলসির বিপক্ষে। সেই খরা কাটাতে এবার সিটিতে এসেছেন নরওয়েজিয়ান রাজপুত্র হ্যালান্ড। 

হ্যালান্ডকে ঠেকাতে না পারলে গোল, ঠেকাতে গেলে থাকে পেনাল্টির ঝুঁকি। প্রথম গোলটাও পেনাল্টি থেকেই পেয়েছেন ৬ ফুট ৫ ইঞ্চির নরওয়েজিয়ান স্ট্রাইকার। ৩৬ মিনিটে বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন হলান্ড, বাধা দিতে বেরিয়ে এসে তাঁকে ফেলে দিলেন ওয়েস্ট হামের বদলি গোলরক্ষক আরেওলা। এর আগেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ওয়েস্ট হামের ১ নম্বর গোলরক্ষক ফ্যাবিয়ানস্কিকে। স্পট কিক থেকে প্রিমিয়ার লিগে গোলের খাতা খোলেন হ্যালান্ড।  

ম্যাচের ৬৫ মিনিটে, ওয়েস্ট হামের ডিবক্সের ভেতরে হ্যালান্ডকে বল পাস দেন ব্রুইনে। বল পেয়ে ভুল করেননি হ্যালান্ড। সোজা লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেছেন। পরে আর গোল পায়নি সিটি। ২-০ জয়ের সুখস্মৃতি নিয়েই এবারের মৌসুম শুরু করল লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

প্রথমার্ধে সিটি নিজেদের চেনা পাসিং ফুটবলই খেলেছে, তবে আক্রমণে ধার ছিল কিছুটা কম। গোলের ভালো সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি। হ্যালান্ডের গোলের আগেই কেভিন ডি ব্রুইনা একবার বল পাঠিয়েছিলেন ওয়েস্ট হামের জালে। কিন্তু গুন্দোয়ান অফ সাইড থাকায় বাতিল হয়ে যায় সেই গোল।

আগুয়েরোর পর সিটির দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেকেই জোড়া গোল পেলেন হ্যালান্ড। হ্যালান্ডের অভিষেক নিয়ে একদিন আগেই কলাম লিখেছিলেন ইউনাইটেড লিজেন্ড রুনি। সেই কলামে উল্লেখ করেছিলেন, প্রিমিয়ার লিগে রাজত্ব করবেন হ্যালান্ড। সেই কথারই যে  যথার্থতা প্রমাণ করলেন হ্যালান্ড, অভিষেকে জোড়া গোল দিয়ে।


মন্তব্য