রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে ঈশ্বরদীতে আনন্দ মিছিল
- ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
- প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৮:৫৪ PM , আপডেট: ১৪ মে ২০২৩, ০৮:৫৬ PM

পাবনার কৃতি সন্তান, দেশের ২২ তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু'র পাবনায় আগমন উপলক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ মে) সন্ধ্যায় পাবনা ৪ আসনের সংসদ সদস্য নূরুজ্জামান বিশ্বাসের পুত্র, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস এ আনন্দ মিছিলের আয়োজন করে। আনন্দ মিছিলটি শহরের আকবরের মোড় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন হাট গ্রীন সিটির সামনে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
পথসভায় বক্তব্য দেন, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আমজাদ হোসেন অবুঝ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সেলিম বিশ্বাস, যুবলীগ নেতা সোহেল বিশ্বাস সহ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী।
উল্লেখ্য, আগামী ১৫ মে বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি, পাবনার সন্তান রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম পাবনায় আসবেন। তার আগমন উপলক্ষ্যে আওয়ামীলীগ অঙ্গ- সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। পুরো জেলায় চলছে উৎসবের আমেজ।