বিয়ের দাবিতে একদল যুবকের পদযাত্রা!

ভারত
  © ফাইল ফটো

বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, অথচ মিলছে না যোগ্য পাত্রীর সন্ধান। এলাকায় মেয়ের সংখ্যাও ঠেকেছে তলানিতে। নারী-পুরুষের অনুপাতের পার্থক্যও বাড়ছে বানের গতিতে। অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত ব্রহ্মচারিগাল নামে একটি পদযাত্রায় নেমেছে একদল পাত্র। সম্প্রতি এমনই এক ঘটনা হইচই ফেলেছে দক্ষিণ ভারতের কর্নাটকে।

একদল যুবক প্রায় একশ কিলোমিটার পথ পদযাত্রা করে একটি মন্দিরে গিয়ে প্রার্থনা করেছে, যাতে তাদের ভাগ্যে বউ জোটে। খবর বিবিসির।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও হাস্যরসের জন্ম দিলেও অধিকারকর্মীরা বলছেন, এই ঘটনার মধ্য দিয়ে ওই অঞ্চলের আর্থ-সামাজিক সংকটের একটি চিত্রও ফুটে উঠেছে।

পদযাত্রাটি শুরু করেছিলেন ত্রিশ জনের একটি দল এবং শেষ পর্যন্ত এতে অংশ নিয়েছে ষাট জনের মতো। পদযাত্রায় অংশ নেয়া সবাই ওই রাজ্যের মান্ডিয়া জেলার কৃষক।

প্রচারকারীরা বলছেন, এর কারণে অনেক পুরুষের বিয়ে করা কঠিন হয়ে গেছে। এ ছাড়া খামারের আয় কমে যাওয়া, নারীদের ক্ষেত্রে পছন্দ নিজ গোত্র থেকে অন্য গোত্রের দিকে যাওয়া এমনকি তাদের পুরুষবিদ্বেষী মনোভাবের কারণেও বিয়ে করতে সমস্যা দেখা দিচ্ছে। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ