আবাসিক ভবনে থাকেন না জাবি কোষাধ্যক্ষ

জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার  © টিবিএম ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার তার বরাদ্দকৃত আবাসিক ভবনে থাকেন না। 

খোঁজ নিয়ে জানা যায়, অধ্যাপক রাশেদা ধানমন্ডি-৪ এ ভাড়া বাসায় বসবাস করেন। তবে যাতায়াতের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। তার আবাসিক চরিত্র ধরে রাখা বর্তমান সময়ে কঠিন হয়ে দাড়িয়েছে। 

এক অধ্যাপকের বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেকেই আবাসিক ভবনে থাকেন না। তবে যারা হর্তাকর্তা রয়েছে তারাই যদি বরাদ্দকৃত ভবনে না থাকেন তাহলে অন্যান্য লোকজন থাকবে না এটাই স্বাভাবিক। শুনেছি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ তার আবাসিক বাসভবনে থাকেন না, তিনি ঢাকা থেকে আসা-যাওয়া করেন। এভাবে হর্তাকর্তারা যদি তাদের নিয়ম বজায় না রাখে, তাহলে বিশ্ববিদ্যালয় তার আবাসিক চরিত্র হারাবে এটাই স্বাভাবিক। 

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, "আমি কোষাধ্যক্ষকে বেশ কয়েক মাস আগে বলেছিলাম তার বরাদ্দকৃত বাসায় উঠতে, তিনি এখনও ওঠেননি।"

বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত আবাসিক ভবনে কেন থাকে না এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতারের কাছে জানতে চাইলে একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।


মন্তব্য