রান্নাঘরে বিস্ফোরণ, একে একে মারা গেলেন একই পরিবারের ৪ জন

বিস্ফোরণ
  © ফাইল ছবি

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজন মারা গেছেন। তার নাম রকসি আক্তারও (২০) । এর মাধ্যমে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের চারজনই মারা গেলেন।

 

আজ রোববার (১৬ জুন) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রকসি।

কুকুর মারার ফাঁদ তৈরি করতে গিয়ে প্রাণ গেল কৃষকের

 

হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ‘ভাটারা থেকে দগ্ধ অবস্থায় নারী–শিশুসহ একই পরিবারের চারজন আমাদের এখানে এসেছিল। আজ ভোরের দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রকসি আক্তার। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল।’

 

তরিকুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় গত বুধবার শিশু আয়ান, বৃহস্পতিবার ছোট মেয়ে ফুতু আক্তার ও গতকাল শনিবার দুপুরে মারা যান বৃদ্ধ আব্দুল মান্নান।’

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনের নিচতলার রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়। পরে তাদের দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

 


মন্তব্য