২ মিনিটে চাকরি হারালেন ২০০ কর্মী!

চাকরি
  © সংগৃহীত

মাত্র ২ মিনিটের অনলাইন মিটিংয়ে প্রায় ২০০ কর্মীকে চাকরি থেকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ফ্রন্টডেস্ক। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেক ক্রাঞ্চের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার বছরের শুরুতেই এ পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি। ফ্রন্টডেস্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেসি ডিপিন্টো ২ মিনিটের অনলাইন মিটিংয়ে প্রতিষ্ঠানের আর্থিক অসচ্ছতার অজুহাতে এ পদক্ষেপের কথা জানান। তিনি জানান, ব্যাংকের লোন, দেউলিয়াত্বের সম্ভাবনাসহ বিভিন্ন অসচ্ছলতার কারণে তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

২০১৭ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি এপার্টমেন্ট ভাড়া নিয়ে তা নতুন করে সাজিয়ে আবার ভাড়া দিত। বিভিন্ন বিনিয়োগকারীদের থেকে ২৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ নেওয়ার পরেও এ সংকটে পড়তে হয় তাদের। মূলত বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সঙ্গে নানান সমস্যার কারণে এ পরিস্থিতিতে পড়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজারের অধিক বাড়ি ভাড়া দিয়েছে। ফ্রন্ট ডেস্ক ছাড়াও যুক্তরাষ্ট্রজুড়ে এ পর্যন্ত বেশ কিছু প্রতিষ্ঠান একই রকম সমস্যার কারণে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ